• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

করোনার নতুন ছয় উপসর্গ! গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

লাইফস্টাইল ডেস্ক

  ২৯ এপ্রিল ২০২০, ১৭:৫১
করোনা, নতুন উপসর্গ, গবেষক, চাঞ্চল্যকর তথ্য
প্রতীকী ছবি।

কিছুদিন পর পর নতুনভাবে দেখা দিচ্ছে নোভেল করোনাভাইরাস। এই রোগের উৎস, কারণ নিয়ে ক্রমাগত গবেষণা চলছে। ক্রমাগত জিনের পরিবর্তন ঘটাচ্ছে COVID-19 জীবাণু। ফলে চিন্তা বাড়ছে গবেষকদের। এর সঙ্গে যোগ হচ্ছে নিত্যনতুন উপসর্গ। শুধু জ্বর, সর্দি, কাশি বা গলাব্যথাই নয়, আর ছটি নতুন উপসর্গের কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যা চিকিৎসকদের চিন্তা আরও বাড়াচ্ছে।

গোটা বিশ্বে এখন আতঙ্কের নাম নোভেল করোনাভাইরাস। একেবারে নতুন এই ভাইরাস সংক্রমণের উপসর্গ হিসেবে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টকেই চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এছাড়াও উপসর্গহীন রোগীরাও ভাবনার বড় কারণ। যদিও একদল বিশেষজ্ঞের দাবি, উপসর্গহীন রোগীদের জ্বর, সর্দি, কাশি হয় না ঠিকই। তবে তাদের স্বাদ এবং গন্ধ বোঝার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। তাদের চোখও লালচে হয়। তারা বুঝতে পারেন না বলে ব্যবস্থা নেওয়াও সম্ভব হয় না। অথচ উপসর্গহীন রোগীর সংস্পর্শে আসা প্রায় প্রত্যেকেরই আক্রান্ত হওয়ার ঝুঁকিও রয়েছে যথেষ্ট।

আমেরিকার স্বাস্থ্য সংস্থা দি সেন্টার’স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের নতুন গবেষণা বলছে, করোনার আরও ছ’টি নতুন উপসর্গ ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে দেহের তাপমাত্রা কমে যাওয়া, ঠান্ডায় কাঁপুনি দেওয়া, পেশিতে ব্যথা, মাথা যন্ত্রণা, গলায় ব্যথা। এই তালিকায় নতুন যোগ হয়েছে জিভের স্বাদ হারিয়ে ফেলা কিংবা গন্ধ না পাওয়া। অর্থাৎ স্বাদেন্দ্রিয় ও ঘ্রাণেন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেবে। এমনকি, হজমের গোলমালও দেখা দিতে পারে। দেখা দিতে পারে, ডায়েরিয়াও। আক্রান্তের মাথায়, কিডনিতে রক্ত জমাট বাঁধছে। এর জেরে স্ট্রোক পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

সূত্র- দ্য নিউ ইয়র্ক টাইমস।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ যুগের গবেষকদেরও মুগ্ধ করা মায়া কোডেক্স
শিল্পপতি প্রেমিককে ১১ টুকরো, বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য
গাছ লতা-পাতাহীন পাথর জঙ্গলের রহস্য
নায়ক-নায়িকাদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন শ্বাশ্বত